Author






Noni Bhowmik

Bangladesh

Noni Bhowmik

"প্রগতিবাদী সাহিত্যিক ও অনুবাদক। বহু রুশ সাহিত্যের অসামান্য বাংলা অনুবাদ তাঁকে বাংলায় কিংবদন্তী অনুবাদকের আসনে আসীন করেছে।"

<div><div>ননী ভৌমিক ছিলেন একজন প্রগতিবাদী সাহিত্যিক ও অনুবাদক। তাঁর জন্ম ১৯২১ সালে, বর্তমান বাংলাদেশের রংপুরে। রংপুরে স্কুল ও কলেজের গণ্ডি শেষ করে পাবনা সরকারি কলেজ থেকে বিএসসি পাস করেন। অর্থাভাবে এমএসসি পড়তে পারেননি। পরে বীরভূম জেলার সিউড়িতে চলে যান। বীরভূম ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী বিপ্লবী নিত্যনারায়ণ ভৌমিক তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা।</div><div>ননী ভৌমিক তরুণ বয়েসেই ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং ‘স্বাধীনতা’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। ১৯৪৬ সালের ভয়াবহ দাঙ্গার ভেতরেও নির্ভীকভাবে সংবাদ সংগ্রহ করে গেছেন তিনি। পরে তেভাগা আন্দোলনের খবর জোগাড় করেছেন গ্রামে গ্রামে গিয়ে, যা ‘স্বাধীনতা’ পত্রিকায় প্রকাশিত হত। তাঁর এই অভিজ্ঞতাভিত্তিক ছোটগল্প সংকলন ‘ধানকানা’ প্রকাশ হয়। ‘অরণি’ পত্রিকায় নিজের সাহিত্যচর্চা শুরু হয়। ‘চৈত্রদিন’ তাঁর অপর গ্রন্থ। ফ্যাসিবিরোধী প্রগতি লেখক সংঘ ও ভারত-সোভিয়েত মৈত্রী সমিতির সদস্য ছিলেন। ‘পরিচয়’ পত্রিকা সম্পাদনা করেছেন কিছুকাল। তার বিখ্যাত উপন্যাস ‘ধুলোমাটি’ ধারাবাহিকভাবে ‘পরিচয়ে’ প্রকাশ হয়। ১৯৪৮ সালে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে তিনি গ্রেপ্তার হন ও প্রেসিডেন্সি, বক্সা প্রভৃতি জেলে আটক থাকেন।</div><div>১৯৫৭ সালের ফেব্রুয়ারি তিনি মস্কোর প্রগতি প্রকাশনের সাথে চুক্তিবদ্ধ হয়ে অনুবাদকের কাজ নিয়ে সোভিয়েত ইউনিয়নে যান। রুশ স্বেতলানাকে বিয়ে করে সে দেশেই থেকে যান। বহু রুশ সাহিত্যের অসামান্য বাংলা অনুবাদ তাঁকে বাংলায় কিংবদন্তী অনুবাদকের আসনে আসীন করেছে। রাজনৈতিক সাহিত্য ছাড়াও অজস্র শিশু কিশোরদের গল্প, উপন্যাস অনুবাদ করেছেন। ফিওদোর দস্তয়েভ্স্কির ‘বঞ্চিত লাঞ্ছিত’, জন রীডের ‘দুনিয়া কাঁপানো দশদিন’, লিও তলস্তয়ের ‘আনা কারেনিনা’, ‘বাংলা-রুশ-বাংলা অভিধান’, ‘ইউক্রেনের গল্প’, ‘সোনার চাবি’, ‘উভচর মানুষ’ ইত্যাদি। তবে অনুবাদের কাজ করতে গিয়ে নিজের মৌলিক লেখার কাজ ব্যাহত হয়। সোভিয়েত মধ্যপ্রাচ্য ভ্রমণ করে রিপোর্টাজধর্মী ‘মরু ও মঞ্জরী’ গ্রন্থটি লেখেন সেই অভিজ্ঞতা নিয়ে।</div><div>তাঁর সাহিত্যকর্মের জন্যে বঙ্কিম পুরস্কার ও ১৯৮৮ সালে বিদ্যাসাগর-স্মৃতি পুরস্কার দেওয়া হয় তাঁকে। ননী ভৌমিকের শেষ জীবন অবহেলা আর আর্থিক সংকটে কাটে। পুত্রের মৃত্যুতে মানসিক আঘাত ও স্মৃতিভ্রংশে ভুগতেন। ১৮ ডিসেম্বর ১৯৯৬ সালে তিনি রাশিয়াতেই পথ দুর্ঘটনায় মারা যান।</div></div>

Age:1921 Category: Children Languages:German, French
f
Elephant Road, Dhaka 1205 +8809606033393 [email protected]
Free shipping
for orders over ৳1,999